সাতক্ষীরা সংবাদদাতা
সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় প্রধান আসামী সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের আপীলি মামলার রায়ে নিম্ন আদালতের দেয়া সাজা বহাল রেখেছেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বুধবার আপিল শুনানি শেষে এ রায় বহাল রাখেন।
রায়ে তিনি উল্লেখ করেন, হাবিবুল ইসলাম হাবিব তালা কলারোয়া আসনের তৎকালনি জাতীয় সংসদ সদস্য। একজন সাংসদ হয়ে ওই সময়ের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সংগীদের উপর আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনায় নেতৃত্ব দেয়া সন্দেহাতীত ভাবে প্রমান করে আপিলকারী আসামী হাবিবুল ইসলাম হাবিব জেনে বুঝে দেশের প্রচলিত আইন-কানুন লংঘন করেছেন-যা একেবারেই অনভিপ্রেত। উল্লেখ্য- ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা আ’লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন।