দেশের উন্নয়ন ধরে রাখতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে, রণজিত কুমার রায়

0
152

স্টাফ রিপোর্টার

দেশের উন্নয়ন ধরে রাখতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক সময়ে উপস্থিতসহ শ্রেণিতে আন্তরিকতার সহিত পাঠদান করতে হবে।

দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের বিভিন্ন উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে- গতকাল বৃহস্পতিবার দুপুরে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে যশোর-৪ আসনের এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে গুণগত মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ্বাসের পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি স্বপন সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লতিফ, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিল্টন কবিরাজ, মাস্টার মাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. প্রদীপ দে, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ কুমার শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ মল্লিক, অভিভাবক সদস্য তপন সরকার, রবীন বিশ্বাস, সনৎ বিশ্বাস, সুজন মল্লিক ও চিত্রা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য দীপু রানী বর্মন, ইউপি সদস্য শিশির সরকার, বিপ্লব মজুমদার, আজিজুর গাজী ও শিপন মল্লিক, যুগলীগনেতা সোহাগ বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস প্রমূখ।

Comment using Facebook