স্টাফ রিপোর্টার, যশোর
যশোর সদর উপজেলা পরিষদ থেকে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৮২০ জন কৃষককে খরিফ-১ মৌসুমে রোপ আউশ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাদত হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু সায়েদ মোহাম্মদ আরিফ, জহিরুল ইসলাম প্রমুখ। প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। হৈবতপুর ইউনিয়নে ৩২০ ও কাশিমপুর ইউনিয়নে ১৮০ কৃষককে এই সুবিধা দেয়া হয়।