যশোরে স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন

0
358

যশোর অফিস

যশোর সদরে স্কুলে হামলা, অপপ্রচার ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে রূপদিয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অভিভাবকরা বলেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গত ২৯ মার্চ স্কুলে হামলা ও ভাংচুর চালায়। স্কুলটিকে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চান।

ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ এখন সন্ত্রাসী, মাদকসেবীদের চেয়ারম্যানে পরিণত হয়েছেন। এই বাহিনী দিয়ে তিনি স্কুলে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছেন। এই বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা করা হলেও আজ পর্যন্ত কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো স্কুলের শিক্ষক, অভিভাবকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অবিলম্বে ওই সব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

Comment using Facebook