ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে আনজিরা বেগম নামের ৬৩বছর বয়স্ক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও মৃতের পরিবার জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ীর পাশে একটি লেবু গাছের ডালের সাথে গলাই রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি মই এর সাহায্যে গাছে উঠেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের সাহেব আলী শেখের স্ত্রী।
এ ব্যাপারে মৃতের কন্যা সেলিনা বেগম ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেন। মৃতের পরিবারের দাবী বৃদ্ধা আনজিরা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগ সহ বিভিন্ন রোগে ভূগছিলেন।