ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

0
356

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এ্যাকশন এন ডেভেলপমেন্ট (এইড)’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। ঘন্টাবাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য দেন, এইড’র উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশাফুন্নাহার আশা, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবীবুর রহমান প্রমুখ।

ঘণ্টাবাপী চলা কর্মসূচিতে বক্তারা, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Comment using Facebook