সাংবাদিক পুত্র মাফুজ চান্স পেলো মেডিকেলে

0
387

জেলা প্রতিনিধি

নড়াইলের দৈনিক নোয়াপাড়া পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপুর ছেলে সরদার মাহফুজুর রহমান মাফুজ রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষায় মাফুজ অংশগ্রহণ করে। মংগলবার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল মোতাবেক মাফুজ কৃতকার্য হয় এবং তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত করে।

মাফুজ মেধাবী ছাত্র এ বছর সে এইচ এস সিতে জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছিল। মাফুজের বাবা সরদার রইচ উদ্দিন টিপু একজন সাংবাদিক ও মা মাকসুদা বিনতে আতাউর একজন স্কুল শিক্ষিকা। মাফুজের বাবা, মা সকলের কাছে তাদের সন্তানের জন্য দোয়া চান।

Comment using Facebook