ক্রীড়া ডেস্ক
আইসিসি কর্তৃক প্রবর্তিত মাসের সেরা ক্রিকেটার পুরস্কারটা এখন বেশ আকর্ষণে পরিণত হয়েছে। মাস শেষ হওয়ার পর সবাই তাকিয়ে থাকে আগের মাসের সেরা হওয়ার দৌড়ে কে মনোনয়ন পেলেন।
আইসিসি বুধবার মার্চ মাসের সেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্য মনোনয়ন ঘোষণা করল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।
ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোফি একলেস্টোন, অস্ট্রেলিয়ান ওপেনার র্যাচেল হেইনস এবং দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্ট আইসিসি নারী খেলোয়াড় নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।