আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরের ‘রাস্তায় মরদেহ পড়ে থাকা’ এবং ‘গণকবর দেওয়ার’ বিভিন্ন চিত্র প্রকাশ পাওয়ার পর এ আহ্বান জানিয়েছেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।