নওয়াপাড়া ডেস্ক
দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করতে সরকার জনগণের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে। তবে দুঃশাসনের অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে, যা দেশের জনগণ দেখছে।
এ সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না, জনগণের বিজয় হবেই। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।