খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু : সনাক্ত ৩শ’ ৫৯

0
390

খুলনা ব্যুরো

খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় কমেছে করোনা সনাক্ত। বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩শ’ ৫৯ জনের।

এই সময়ে বিভাগের খুলনা করোনা হাসপাতাল, যশোর ও কুষ্টিয়া একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এরআগে, শুক্রবার ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ওই সময়ে কোন রোগির মৃত্যু হয়নি। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদরের খোরশেদ আলম (৩০) নামে এক রোগির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে হাসপাতালের ৪৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৯ জন, রেডজোনে ১০ জন এবং ইয়েলো জোনে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

Comment using Facebook