শার্শায় সাবেক চেয়ারম্যানের ঘের থেকে ৩টি ককটেল উদ্ধার: আটক ২

0
176

বাগআঁচড়া (যশোর) সংবাদদদাতা

যশোরের শার্শা থেকে ৩টি ককটেলসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর রাতে শার্শার কন্যাদাহ সাবেক চেয়ারম্যান আইনালের ঘেরের দ্বিতীয় তলার বিল্ডিং থেকে এ ককটেলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শা থানার কন্যাদাহ গ্রামের মৃতঃ ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও মহিশাকোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)। র‌্যাব ক্যাম্প থেকে জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা ককটেল বোমা মজুদ করছে। এমন গোপন খবরে, শার্শার কন্যাদাহ গ্রামের সাবেক চেয়ারম্যান আইনাল হকের মাছের ঘেরের দ্বিতীয় তলার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শার্শা থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Comment using Facebook