শ্যামনগরের হরিনগর বাজারে অবৈধভাবে ঘর নির্মানের অভিযোগ

0
182

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে ২০ বর্গফুট যায়গা বন্দোবস্ত নিয়ে ৬০ বর্গফুট যায়গা দখল করে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সংস্কারের কাজ অব্যহত রেখেছে মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামের আবু দাউদ এর ছেলে কামরুল ইসলাম। সরেজমিনে দেখা গেছে বাজারের পিচ ঢালাই রাস্তার পাশে কামরুলের ঔষধের দোকান পিছনে ভাড়া দেওয়া চায়ের দোকান।

দক্ষিনে দুইটি ঘর ভাড়া দেওয়া একটি গুরুপদ অন্য ব্যক্তির নাম জানা যায় নাই। সামনের বারান্দা ভিতরে ঢুকিয়ে নিয়ে ভিতর সংস্কারের কাজ করছে।

এ বিষয়ে কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘর সংস্কারের অনুমতি ও দোতলা ভবনের কোন অনুমতি দেখাতে পারেননি। কামরুল ইসলামের নাতি জামাই জানান, এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অনেক টাকা দিয়েছেন।

তবে ভূমি কর্মকর্তা আয়নুল হকের সাথে কথা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘর সংস্কারের বিষয় তিনি জানেন না। এ ছাড়া ভূমি কর্মকর্তা কামরুল ইসলামকে ভূমি অফিসে ডেকে সাংবাদিকদের সামনে জিজ্ঞাসা করিলে তিনি সরকারের অনুমতি ছাড়া ঘরের সংস্কার বা ঘর বাড়িয়ে নেওয়ার কথা স্বীকার করেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।

Comment using Facebook