ইফতার বিক্রি দিয়ে ‘ফারিশতা’ চালু করলেন মাহি

0
355

নওয়াপাড়া ডেস্ক

ক’দিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান দিয়েছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে জোরকদমে চলছে কাজ। যার নাম রেখেছেন ‘ফারিশতা’। এবার সেটার অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। গত সোমবার সেখানে উপস্থিত হয়ে তার তদারকি করেন এই চিত্রনায়িকা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম। সেসময় ফেসবুক লাইভেও আসেন এই নায়িকা। মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে।

আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপোশ করছি না।’ মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায়, গত সোমবার ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন তিনি।

Comment using Facebook