গাঁজাসহ আটক ১

0
165

খুলনা ব্যুরো

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ৫শ’ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১ জন গ্রেফতার হয়েছে। খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার বিকালে বটিয়াঘাটা থানাধীন রাঙ্গেমারী গ্রামস্থ জনৈক আনছার আলীর বসতবাড়ীর সামনে রাস্তার উপর থেকে আসামী মোঃ আয়নাল শেখ ওরফে আয়নাল (৩৮), পিতা- মৃত খোকন শেখ ওরফে জয়নাল শেখ, মাতা-সাফিয়া বেগম, স্থায়ী সাং- বাসা নং-১০, গ্রাম হাজি মহসিন রোড়, আরজান আলী লেন, থানা- খুলনা সদর, জেলা-খুলনা, বর্তমান সাং- পূর্ব বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনাকে আটক করে। আসামীর হেফাজত হতে সর্বমোট ৫শ’ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

Comment using Facebook