বাগেরহাটে গৃহবধুকে মারধর ও নির্যাতনের অভিযোগ

0
177

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় শ্বাশুরী ও ননদের বিরুদ্ধে জোৎসনা বেগম (৩৪) নামের এক গৃহবধুকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শুধু গৃহবধুকে মেরেই খ্যান্ত হয়নি জোৎসনার স্বামীকেও মেরে ফেলার হুমকী দিচ্ছে। এই অবস্থায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এঘটনায় ভুক্তভোগী গৃহবধুর স্বামী মাহবুবুর রহমান ও তার মা হামিদা বেগম বাগেরহাট মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। জোৎসনা বেগম বলেন, বিয়ের পর থেকেই আমার শ্বাশুরী হামিদা বেগম ও ননদ হেলেনা বেগম আমাকে মারধর ও নির্যাতন করে আসছে। আমার ছেলে-মেয়েকেও নির্যাতন করে তারা। ২৬ মার্চ তারা আমাকে বেধরক মারপিট করেছে।

আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের কাছেও গেছি যাতে শান্তিতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি। কিন্তু তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের কথাও মানেন না। আমি এই অন্যায়ের বিচার চাই।

Comment using Facebook