চীনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে চৌগাছায় মানববন্ধন ও র‌্যালি

0
129

চৌগাছা সংবাদদাতা

চীনের উইঘুরে মুসলিম নির্যানের প্রতিবাদে ও নির্যাতন বন্ধের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে জাতীয় ওলামা কল্যাণ পরিষদ। মঙ্গলবার দুপুর বারোটা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ১২টা ৪০ মিনিট পর্যন্ত এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন মাদরাসায় এই দাবিতে র‌্যালি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ। তিনি সরকারের কাছে আহবান জানান রাষ্ট্রীয়ভাবে কুটনৈতিকভাবে চীনের উপর চাপ প্রয়োগ করে নির্যাতন বন্ধ করার আহবান জানান।

Comment using Facebook