এমপি রণজিত রায়কে ফুলেল শুভেচ্ছা জানালেন অভয়নগর আড়পাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি

0
166

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে আড়পাড়া সৈয়েদিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচনে চতুর্থবারের মত আড়পাড়া সৈয়েদিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো: টিপু সুলতান মোল্যা।

নির্বাচিত হওয়ার পর পরিচালনা পর্ষদকে নিয়ে যশোর-৪ আসনের সাংসদ রণজিত রায়কে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, গত রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে ৩ জন শিক্ষক প্রতিনিধি (টিআর) এবং পাঁচজন বিদ্যোৎসাহী নির্বাচিত অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। প্রথম ধাপে, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিদ্যোৎসাহী অভিভাবক সদস্যদের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। উক্ত নির্বাচনে অভিভাবক পদে ১১ জন অংশগ্রহণ করে।

ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১১ জনের মধ্যে মতিয়ার দফাদার, এসএম কল্লোল, বাবুল লস্কর, শাহিন কবির ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মেহেরুন নেছা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিল্লাল শেখ, নাসরিন বেগম ও খাদিজা বেগম শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে সাধারণ সম্পাদক (সদস্য সচিব) নির্বাচিত হয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. মনিরুল ইসলাম।

Comment using Facebook