যশোর অফিস
যশোরের বেনাপোল ইমিগ্রেশন মসজিদের পাশ থেকে একজন মস্তিস্ক বিকৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোবার সকাল সাড়ে ৮টার দিকে লোক মারফত সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
এলাকার লোকজন জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর ও আশেপাশে ঘোরাফেরা করতো। পথের ধারে, বিভিন্ন স্থাপনার সামনে শুয়ে থাকতো।
মানুষ দয়া করে কিছু দিলে তা খেতো। রোববার তার আকস্মিক মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুঁইয়া জানিয়েছেন, বেনাপোলে মস্তিস্ক বিকৃত একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর জেনালের হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।