ইত্যাদির গানে জুটি হলেন ফেরদৌস ও তারিন

0
179

বিনোদন ডেস্ক

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো’ গানে ঠোঁট মিলিয়েছিলেন ফেরদৌস আহমেদ ও তারিন জাহান। বেশ বিরতির পর এই গানটির মাধ্যমে ইত্যাদিতে আবারও থাকছে তাদের পরিবেশনা। গানের গল্পে তিন সময়ের ঈদের কথা উঠে এসেছে। এটি প্রচার হবে আসছে রোজার ঈদ ইত্যাদিতে।

সম্প্রতি মিরপুরে বোটানিক্যাল গার্ডেনসহ আরও কয়েকটি লোকেশনে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে। গল্পনির্ভর অনুদানের এ সিনেমায় তিনি অভিনয় করছেন সরকারি কর্মকর্তার চরিত্রে। আর তারিন জাহান বেশ বিরতির পর মিফতাহ আনানের পরিচালনায় নাম ঠিক না হওয়া নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন সৈয়দ আপন আহসান।

Comment using Facebook