বাগেরহাটে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

0
151

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে আগুন লেগে মুদি দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।এতে প্রায় ৫০ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সোমবার ভোর ৪টার দিকে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।আগুনে পুড়ে চান মিয়া তালুকদারের মুদি দোকান, শহিদুল খাঁন, বাবুল হাওলাদারের কাচামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলী জানান,সোমবার ভোর রাতে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে আগুন লাগে।

খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে একটি মুদি দোকানসহ ৪টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।

Comment using Facebook