কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে প্রেমের টানে বলি হলো ৮শ্রনীতে পড়ুয়া স্কুল ছাত্রী সানচিতা হোসেন সেঁজুতি। তার হত্যার ৭ দিন পর নিহতের প্রেমিক ঘাতক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার গভীর রাতে কলারোয়া পৌরসভার আফজালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ২৮ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে সেঁজুতির মরদেহ উপজেলার জালালাবাদ গ্রামে মাষ্টার পাড়ার আলাউদ্দিন সরদারের কুল বাগানের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত সেঁজুতির মা লায়লা পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ঘাতক আব্দুর রহমান কলারেয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত আব্দুর রহমানকে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদানের জন্য আনা হয়েছে।