থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু মিম বাঁচতে চায়

0
171

স্টাফ রিপোর্টার

অভয়নগরের শিশু মিম বাঁচতে চায়। রোগ থেকে চায় মুক্তি পেতে। মা চান শিশুর প্রাণ বাঁচাতে। স্বামীর রেখে যাওয়া সন্তানের চিকিৎসা করাতে না পেরে স্ত্রী ভিক্ষাবৃত্তি করেন।

অর্থ ও চিকিৎসাভাবে ধুকে ধুকে মরছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত মিম(৪)। যশোরের অভয়নগরের নওয়াপাড়া কলেজ রোড সংলগ্ন রেল বসতির ছিন্নমুল বাসিন্দা তারা। ঘাট শ্রমিক পিতা ফারুক কন্যা মিমসহ ৩ সন্তানকে ফেলে অন্যত্র চলে যাওয়ার পর মা এখন অসহায়। খুলনা শিশু হাসপাতালে ভর্তিকরা হয়েছিল মিমকে।

কিন্তু অর্থাভাবে বাড়ি ফিরে এসেছে । হাসপাতালের ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব হয়নি। দামী ঔষধ ও চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে না পেরে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন শিশুটির মা নার্গিস বেগম।

শেষ অবধি গ্রাম্য কবিরাজ মাজাহারুলের শরণাপন্ন হন। তিনি ঝাঁড় ফুঁক দিয়েছেন। অন্য ২ ভাইবোনের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। শেষ অবধি অর্থ সংকটে চিকিৎসা বন্ধের পথে। নার্গিস বেগম জানালেন, স্বামী থেকেও নেই,অভাব আমাদের নিত্য সাথী। সন্তানের ঔষধ যোগাড় করার অর্থ আমার নেই।

Comment using Facebook