দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই এই স্বাধীনতা : প্রধানমন্ত্রী

0
465

নওয়াপাড়া ডেস্ক

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ, তারা যেন কখনও সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো এই স্বাধীনতা। রোববার আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যখন যে যেখানে দায়িত্ব পালন করবেন মানুষের কথা চিন্তা করবেন।

যে এলাকায় কাজ করবেন, সে এলাকা সম্পর্কে জানতে হবে, সে এলাকার মানুষের আচার-আচরণ সম্পর্কে জানতে হবে, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কিভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদের সবচেয়ে ভালো কাজের সুযোগ রয়েছে।

Comment using Facebook