যশোরে পঙ্গু হাসপাতালে ব্যবসায়ী হত্যার ঘটনায় থানায় মামলা

0
281

যশোর অফিস

ঝিনাইদহের ব্যবসায়ী মফিজুর রহমান হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার নিহতের ছেলে শেখ সোয়েব উদ্দিন যশোর কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেছেন।

বাদী মামলায় বলেছেন, তার দাদী আছিয়া বেগমের পায়ে অপারেশন করার জন্য গত ২৭ মার্চ যশোরের মুজিব সড়কের রেলগেটস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করে। ৩১ মার্চ দুপুর ১২টার দিকে ওই হাসপাতালের যাবতীয় বিল পরিশোধের জন্য ৭ তলায় রোগীর কাছে স্ত্রীকে রেখে থেকে নিচেয় নেমে নিচতলায় আসেন মফিজুর রহমান। ২/৩ ঘন্টা পার হলেও মফিজুর রহমান উপরে ফিরে আসেনি।

কিন্তু তার কাছে থাকা মোবাইল ফোনে রিং করলেও রিসিভ হয়। বিকেল ৪টার দিকে বাড়িতে থাকা সোয়েব উদ্দিনতে তার মা মোবাইলে জানায়। সোয়েব উদ্দিনও বাড়ি থেকে এসে সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ খবর নিয়ে মফিজুর রহমানের কোন সন্ধান পায়নি। পরে ওইদিন রাতে কোতোয়ালি থানায় একটি হারানো জিডি করা হয়। ২ এপ্রিল দুপুরে পুলিশ পঙ্গু হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে লিফটের নিচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মফিজুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

Comment using Facebook