পোশাক রপ্তানির আড়ালে টাকা পাচারের চেষ্টা

0
265

নওয়াপাড়া ডেস্ক

বিদেশে নন-বন্ডেড (লোকাল) তৈরিপোশাক রপ্তানির আড়ালে এইচএম ওয়্যার নামের একটি প্রতিষ্ঠানের মুদ্রা পাচারের চেষ্টার ঘটনা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। কাস্টমস কর্তৃপক্ষের পদক্ষেপে সোয়া ৮ লাখ টাকা পাচারের চেষ্টা ভেস্তে যায়। চট্টগ্রাম নগরীর বেসরকারি কন্টেইনার টার্মিনাল (অফডক) এছাক ব্রাদার্স লিমিটেড ডিপোতে মুদ্রা পাচারের এ ঘটনা শনাক্ত করে কাস্টমস কর্মকর্তারা।

এ নিয়ে গত এক মাসে এছাক ডিপোতে পোশাক রপ্তানির আড়ালে মুদ্রা পাচারের তিনটি ঘটনা ধরা পড়লো। এর আগে গত ২১ মার্চ ইনফিনিটি সলিউশন নামের পোশাকরপ্তানি প্রতিষ্ঠানটির ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের ঘটনা ধরা পড়ে। তার আগে ১০ মার্চ ঢাকার আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘৫এফ অ্যাপারেলস লিমিটেডের’ বিরুদ্ধে দুই লাখ তিন হাজার ২৮২ ডলার পাচারের ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে কাস্টমস।

Comment using Facebook