পাইকগাছায় বিষপানে যুবককের আত্মহত্যা

0
269

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় দেবব্রত দেবনাথ (৩৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাড়-লী গ্রামের মনসা দেবনাথের ছেলে। রোববার ভোর ৫ টার দিকে ইউনিয়নে কপোতাক্ষ বিলের ফাঁকা জায়গায় বিষপান করে ছটফট করছিল বলে প্রত্যক্ষ দর্শী খড়িয়াটি গ্রামের মো. রহমান জানান।

তিনি জানান, ঐ সময় প্রতিদিনের ন্যায় রাড়-লীতে কাজে আসছিল। সে এ অবস্থা দেখে যুবককে চিনতে পারেন ও তার বাড়ীতে সংবাদ দেন। বাড়ীর লোকজন যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মৃত্যের ছোট ভাই বাদী হয়ে পাইকগাছা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন।

Comment using Facebook