মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৫

0
193

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় বাঁশবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Comment using Facebook