মাসুদ পারভেজ, রূপদিয়া(যশোর)
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দারা একমাত্র ধর্মিও শিক্ষাপ্রতিষ্ঠান “হোগলাডাঙ্গা শাহ বাখের উল্যাহ দাখিল মাদ্রাসার বিতর্কিত সভাপতি, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ এর অপসারণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার স্থানীয় রূপদিয়া বাজারের কৃষি ব্যাংকের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে কচুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত দু’শতাধিক জনসাধারণ সকাল ১১ টার সময় বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড, প্যানা, ফেস্টুনে সজ্জিত হয়ে ঘন্টা ব্যাপী এমানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা হোগলাডাঙ্গা শাহ বাখের উল্লাহ দাখিল মাদ্রাসার অবৈধ সভাপতির অবিলম্বে পদত্যাগের দাবি জানান। এসময় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবলু, ছাত্রলীগ নেতা ইমরান আলী, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত আলী, যুবলীগ নেতা ফারুক হোসেন, আসলাম হোসেন প্রমুখ।