ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম ম্যাচে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবরা জয় পেয়েছে ১৭ রানে। বরিশালের দেওয়া ১৪২ রানের টার্গেট তাড়া নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে খুলনার ইনিংস। ১৯তম ওভারের শেষ বলে ৩৬ বলে ৪০ রান করা মুশফিুক আউট হলে খুলনার পরাজয় নিশ্চিত হয়। লনার পক্ষে ইয়াসির আলী রাব্বি ২৩ ও থিসারা পেরেরা ১৯ রান করেন। আগের ম্যাচে এক রান করা সৌম্য সরকার গতকাল শনিবার ম্যাচে কোনো রানই করতে পারেননি।
বরিশালের পক্ষে বাাঁহাতি পেসার মেহেদি হাসান রানা ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এ ছাড়া মুজিব-উর-রহমান ও জ্যাক লিন্টট ২টি করে উইকেট নেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল।
দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। গেইল মেরেছেন ৬টি চার ও হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেন ১১ রান। এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন।