মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ১ জন আটক

0
207

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামের এক জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে। শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ প্রেস বিফ্রিংয়ে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় মোটর সাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি ৫’শ ৩০ গ্রাম ওজনের ৯৮ টি ছোট ও ১ টি বড় সোনার বার। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Comment using Facebook