বটিয়াঘাটা নদীতে অজ্ঞত যুবকের লাশ উদ্ধার

0
190

বটিয়াঘাটা সংবাদদাতা

বটিয়াঘাটা কাজিবাছা নদী থেকে গতকাল অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বিকাল চারটার দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে।

খুলনা নৌ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহিম বলেন, উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামের দক্ষিণপাড়া কাজিবাছা নদীর উত্তরে ও দীপ্ত রায়ের ঘেরের পাশে পিনাক বিশ্বাস, সুব্রত রায়ের বাড়ির সামনে নদী থেকে অঙ্গতনামা ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। যুবকের বয়স অনুমান ৩৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। তার পরনে ছিলো নীল রঙ্গের থ্রী কোয়ার্টার প্যান্ট। শরীরে কোন কাপড় ছিলোনা। লাশ ফুলে উঠেছে।

এখন পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন, বটিয়াঘাটার থানার ওসি মোঃ শাহ জালাল সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

Comment using Facebook