রূপসায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

0
189

রূপসা সংবাদদাতা

রূপসা ব্রীজ এলাকা থেকে ২শ’ পিছ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ রিগান চাকলাদার নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কোষ্টগার্ডে চৌকস দল।

এ ব্যাপারে কোস্টগার্ডের আ: হালিম পিও বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। যার নং-০১, তাং- ০১/০৪/২২। এজাহার সূত্রে জানা যায়, ৩১মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা ব্রিজ এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে রিগান চাকলাদার(৩২) নামে এক পুলিশ সদস্যকে আটক করে।

এসময় তার নিকট থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক পুলিশ সদস্য বাগেরহাট জেলার নোনাডাঙ্গা গ্রামের জিন্নাত চাকলাদার’র ছেলে। সে খুলনা কেএমপিতে কর্মরত ছিলেন।

এ সময় তার নিকট থেকে একটি ১১০সিসি টিভিএস মোটর সাইকেল উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর উক্ত পুলিশ সদস্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comment using Facebook