ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

0
180

নওয়াপাড়া ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা রাস্তার ওপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন বের হয়ে কাউকে দেখেনি।

তবে এতে কেউ হতাহত হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

Comment using Facebook