নওয়াপাড়া ডেস্ক
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় এসি মেরামতের টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার টেকনিশিয়ানের নাম বাপ্পী। মঙ্গলবার দুপুরে সবুজবাগ থানার ওসি (অপারেশন) মো. আজগর আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার বাপ্পী এসি মেরামতের টেকনিশিয়ান। মূলত এসি মেরামতের আড়ালে লুট করতে ওই বাসায় যায় সে। এ ঘটনায় বাপ্পীর সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে আজ বিকেলে পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ।