আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোর সদর উপজেলার ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠে গভীর নলকূপের স্থগিত লাইসেন্স ফিরে পেতে মানববন্ধন করেছে যশোরের ছোট মেঘলা গ্রামের সেই শত বিঘা জমির কৃষকেরা। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ওই মাঠে ‘কৃষক মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।
গভীর নলকূপ স্থাপনে মামলায় সেচ ব্যবস্থা বন্ধ থাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগী এলাকার দুই শতাধিক কৃষক-কৃষাণীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মল্লিকপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ছোট মেঘলা গ্রামের ইউপি সদস্য আলতাফ মাহমুদ, বর্গাচাষি আব্দুল গনি, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, কৃষক ফরিদ উদ্দিন, মোছা. সাফিয়া বেগম, আব্দুর রহিম ভুট্টো। এতে বাধ সাধেন ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান।
অথচ, তার গভীর নলকূপটি রয়েছে দুই হাজার ফুট দূরে ও নিচু জায়গায়। কৃষাণী মোছা. সাফিয়া বেগম বেগম বলেন, আমার সম্বল তিন জমির সবটুকু এ মাঠে। কিন্তু নলকূপ বন্ধ থাকায় ধানের বড় আবাদ বোরো চাষ করতে পারছি না। একজন বিধবা হিসেবে সন্তানদের নিয়ে সমস্যায় আছি।