রামপালে কুমির উদ্ধার

0
221

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের রামপালে এবার পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার মোঃ মিরাজের বাড়ীর পুকুর থেকে টানা জাল দিয়ে কুমিরটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। ঘন ঘন লোকালয়ের নদী খালে কুমির চলে আসা ও উদ্ধার হওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সুন্দরবনে কুমিরের আবাসস্থল সমস্যা বা খাবারের সংকটের কারণে বারবার লোকালয়ে কুমির চলে আসছে কি না সেটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন পরিবেশবাদী সংগঠনে নেতৃবৃন্দ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগ কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ১০ফুট। বয়স হবে আনমানিক ১৪ থেকে ১৫ বছরের মত।

জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই পুকুরে চলে যায়। এর আগে গত ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় এক জেলের জালে আটকে পড়া কুমিরটিকেও উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বনবিভাগ।

Comment using Facebook