চৌগাছা পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

0
318

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় শহরের ডিভাইন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সন্ধ্য ৬টা ২০ মিনিটে শেষ হয়। শহরের শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন এবং পুলিশের অনুমতি না পাওয়ায় ডিভাইন সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌরসভার প্রায় দেড় হাজার কাউন্সিলরসহ গোটা উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্মেলনে সভাপতির বক্তৃব্যের আগে ১০১ সদস্যের চৌগাছা পৌর কমিটি ঘোষণা দেন যশোর জেলা বিএনপির সদস্য এবং চৌগাছা উপজেলা পৌর বিএনপির কমিটি গঠনের দয়িত্বপ্রাপ্ত নেতা একেএম শরিফুদ্দৌলা ছোটলু।

তবে প্রথম যুগ্ম সম্পাদকের প্রত্যাশিত পদ না দিয়ে ২য় যুগ্ম সম্পাদককের পদ দেয়ায় কমিটি ঘোষণার সময় নেতৃবৃন্দের সামনে ‘আমাকে কোন পদ দেয়া লাগবেনা, আমার কোন পদের দরকার নেই’ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সম্মেলনে চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান। উদ্বোধকের বক্তৃতা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি ও যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম।

যশোর জেলা যুবদলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, চৌগাছা পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আনিছুর রহমান এবং কাটগড়া কলেজের ইংরেজি প্রভাষক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।

Comment using Facebook