ফুলতলায় আ’লীগের মতবিনিময় অনুষ্ঠানে হারুনুর রশিদ

0
204

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

মঙ্গলবার বিকেল ৫ টায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।

ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ রওশন আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, জেলা আওয়ামী লীগ নেতা বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় কুমার নন্দী, মহিলা আওয়ামীলীগ নেতা বেগম শামসুন্নাহার প্রমুখ।

Comment using Facebook