রচনা প্রতিযোগিতায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ তন্নী

0
175

বসুন্দিয়া (যশোর) সংবাদদাতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে খুলনা বিভাগীয় রচনা প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা তনিমা তাসমিন তন্নী প্রথম স্থান অধিকার করেছে। ডিপ্লোমা পর্যায়ে খুলনা বিভাগের মধ্যে তন্নী প্রথম স্থান অধিকার করেছে।

তন্নী বাংলাদেশ টেকনিক্যাল কলেজে (বিটিসি) যশোরে কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী এবং প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা সাংবাদিক এসএম লাবুয়াল হক রিপন ও শিক্ষিকা আনোয়ারা খাতুনের এক মাত্র মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিটিসি’র অধ্যক্ষ আসাদুজ্জামান। ওই প্রতিযোগিতায় ১ হাজার ৪৯১ শব্দের লেখা রচনায় তন্নী প্রথম স্থান অধিকার করেছে।

Comment using Facebook