অভয়নগরে বুনোরামনগর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

0
164

স্টাফ রিপোর্টার

অভয়নগরে বুনোরামনগর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতাউর রহমান গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিদাতা হাজী শেখ অলিয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ও সমাজসেবক এম মোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান, গ্রামের সূধীজন আফজাল শেখ, মহির উদ্দিন শেখ, এমদাদ হোসেন, হালিম মোল্যা, জাহাঙ্গীর শেখ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বুনোরামনগর জামে মসজিদের ইমাম হাফেজ এনামুল হক। বিদ্যালয়ের সভাপতি মো. আতাউর রহমান জানান, বিদ্যালয় নির্মাণের জন্য বুনোরামনগর গ্রামের ৪নং খতিয়োনে ১১৬নং দাগে ৩২ শতক জমি দান করেন হাজী শেখ অলিয়ার রহমান। এ গ্রামের দুই-এক কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় নাই। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে এলাকার সুবিধা বঞ্চিত শিশুরা শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

Comment using Facebook