আন্তর্জাতিক ডেস্ক
চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতরাতে একথা ঘোষণা করেন। গত ২১ মার্চ তেঙজিয়ান কাউন্টির গুয়াংজি ঝুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতরাতে দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন, কাউকেই জীবিত উদ্ধার করা যায় নি।