বিনেদন ডেস্ক
নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেছেন মিশা সওদাগর, তাতে কী! বিজয়ী সভাপতিকে অভিনন্দন জানাতে ভোলেননি ঢাকাই ছবির এই খল অভিনেতা।
সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর চার বছরের নেতৃত্বের সঙ্গী সাধারণ সম্পাদক জায়েদ খানকেও অভিনন্দন জানিয়েছেন।
কাঞ্চন-জায়েদের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন’। বিজ্ঞাপন শুধু তাই নয়, ছবিটিতে ফটোশপের মাধ্যমে ফুলের মালা পরিয়ে দিয়েছেন মিশা সওদাগর। মিশা সওদাগরের পোস্ট করা কাঞ্চন-জায়েদের ছবি। ফটোশপের মাধ্যমে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন দুজনকে।
প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়দ খান। পর পর দুই বারের সভাপতি মিশা সওদাগর তৃতীয়বারে এসে হারলেন ইলিয়াস কাঞ্চনের কাছে। কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা পেয়েছেন ১৪৮ ভোট। অবশ্য গতকাল ভোটগ্রহণ চলার সময়ই মিশা বলেছিলেন, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে এতেই তিনি গর্বিত। যদিও মিশা বলেছিলেন, তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা ৬০ ভাগ। সঙ্গে সঙ্গে এও বলেন, ‘কাঞ্চন ভাই খুবই ভালো মানুষ।
তিনি আমার বড় ভাই। এমন সজ্জন মানুষের সঙ্গে আমার নাম জড়িয়েছে, এতেই আমি গর্বিত। জিতি হারি- আমি তার ছোট ভাই- এই পরিচয়েই থাকব। ’