ফকিরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

0
203

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় ইলিয়াজ হোসেন (৫২) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, রোববার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য মো. ইলিয়াজ হোসেন মটরসাইকেলে করে মোল্লাহাটের দিকে যাওয়ার পথে কাকডাঙ্গা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াজ।

তবে, ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটি পালিয়ে যায়। নিহত পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন সমন ডিউটিতে ছিলেন। তিনি আসামিদের বাড়িতে সমন জারির উদ্দ্যেশে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

Comment using Facebook