ঢাকায় কী করছেন মীরাক্কেলের মীর

0
476

বিনোদন ডেস্ক

মীরাক্কেলখ্যাত ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী। সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি ও তার দল। নিজের ইউটিউব চ্যানেল ‘ফুডকা’য় বাংলাদেশের খাবার নিয়ে রিভিউ করতে।

এরই মধ্যে বিনা দাওয়াতে একটি বিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়েছেন মীর। গত শুক্রবার (২৫ মার্চ ) ঢাকায় এসেই ফুড রিভিউ করতে করতে ধানমন্ডিতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছেন মীর। সেই বিয়ের ছবি মীর শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। তার পরদিন শনিবার (২৬ মার্চ) সারাদিন তিনি মাওয়া ফেরীঘাটে সময় কাটান। সেইখানে খাবার নিয়ে ভিডিও রিভিউ করনে। রোববার (২৭ মার্চ) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে মীর।

তা আবার ফেসবুকে ছবি ও ভিডিও দিচ্ছিন তিনি। সঙ্গে বিশ্বদ্যিালয়ের যেগুলো খাবার পাওয়া যাই সেইগুলো নিয়ে ভিডিও রিভিউ করছেন। এদিকে জানা যায়, ঢাকা ছাড়াও বাংলাদেশেও আরও বেশ কিছু শহরের খাবার চেখে দেখবেন মীর ও তার দল। তবে কোন কোন শহরে যাবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

Comment using Facebook