বাগআঁচড়া (যশোর) সংবাদদদাতা
যশোরের শার্শার পল্লীতে আদালতে নালিশী জমি থেকে জোর প্র্বূক গাছ কর্তন করে বিক্রি ও ইটের প্রাচীর নির্মান করে প্রতিবেশীর যাতায়াতের পথ বন্ধ করাকালে বাধা প্রদান করায় মহিলা সহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আক্তারুজ্জামান নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে। আহতা হলেন, সোনাতনকাটি গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী রাবেয়া খাতুন ও ছেলে সোহেল রানা।আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। জানাগেছে, উপজেলার সোনাতন কাঠি গ্রামের মৃত মোবারক মোড়লের ছেলে মতিয়ার রহমানের সাথে তার প্রতিবেশী মৃত ইউসুফ আলীর ছেলে বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামানের বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি! তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।