নওয়াপাড়া পৌরসভার ৭৪ জন প্রতিবন্ধী পেলেন ভাতার বই

0
169

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে নতুন বরাদ্দকৃত প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে পৌরভবনে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, তালিম হোসেন, আব্দুস সালাম, মোস্তফা কামাল, রেজাবুল ইসলাম রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা খাতুন, রোকেয়া বেগম, উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি রেবেকা বেগম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার সচিব এসকে মোশারফ হোসেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৭৪ জন নতুন ভাতা ভোগী বই পেয়েছেন। জনপ্রতি ৪ হাজার ৫শ’ টাকা করে ভাতা পাবেন। নওয়াপাড়া পৌর এলাকায় ৮১৪ জন প্রতিবন্ধী ভাতা ভোগী রয়েছেন। নতুন ৭৪ জন সহ মোট ভাতা ভোগীর সংখ্যা ৮শ’ ৮৮ জন।

Comment using Facebook