শ্যামনগরে সন্ত্রাসী হামলায় আহত ১

0
171

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ফরিদা খাতুন (৩০) রক্তাক্ত জখম হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে ৫ টায় নুরনগর ইউনিয়নের পাইকামারী পল্লীতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা খাতুন জানান, মেহেদী (১২) নামের একটি ছেলে আমাদের গাছ থেকে আম পাড়ায় আমি তাকে বকাবকি করি।

এ সময় একই গ্রামের রাজ্জাক গাজী ও তার দুই ছেলে মিলন ও আবু রায়হান ছুটে এসে আমাকে মারপিট সহ আমার মাথায় দায়ের কোপ মারে। এতে আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।

ইতিপূর্বে ঐ মেহেদী আমার ছেলো মেশিনে পানি উঠানোর সময় অভার পাইপ ছিদ্র করে ক্ষয়ক্ষতি করে। অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করে এলাকাবাসী শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

Comment using Facebook