ধান কাটার মেশিনের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

0
371

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কম্বাইন্ড হারভেস্টারের (ধান ও গম কাটার মেশিন) ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক কামরুল ইসলাম নামে (৩৮) এক ব্যক্তি। রোববার বিকেল তিনটার দিকে উপজেলার ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের শাখারিদহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে সাজেদুর রহমান নামে বাইক আরোহী আরও একজন আহত হয়েছেন।

নিহত কামরুল শহরের ক্যানালপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও সাজেদুর শহরতলির মান্দারতলা এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঝিনাইদহ থেকে বাইকযোগে তারা হরিণাকু-ুতে ফিরছিলেন। বাইকটি দুর্ঘটনাকবলিত এলাকার সড়কের বাঁক ঘোরার সময় অপরদিক থেকে আসা ওই ধান ও গম কাটার গাড়িটির সাথে ধাক্কা লেগে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় ঘটনাস্থলেই মারা যান বাইকের চালক কামরুল। গুরুতর আহত সাজেদুরকে উদ্ধার করে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

Comment using Facebook