স্টাফ রিপোর্টার, মণিরামপুর
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেছেন, একটি সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়তে কৃষকদের অপরিসীম ভূমিকা রয়েছে।
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে-এই ধারনাকে সামনে নিয়েই সদ্য স্বাধীন দেশকে একটি আত্ম নির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কৃষকদের সংগঠিত করেছিলেন। রোববার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. শামছুর রহমান সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রসুল চন্টার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শরীফ আশরাফ হোসেন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান পান্নু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, কাউন্সিলর সুমন দাস, আইয়ুব পাটোয়ারি প্রমূখ। সম্মেনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি আবুল ইসলাম এবং সাধারন সম্পাদক সরদার নজরুল ইসলামের নাম ঘোষণা হয়।